alokitogour@gmail.com শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

জাতীয় যুব দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের র‍্যালি

জাহিদুর রহমান

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৪, ২০:৫৩

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় যুব দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১ নভেম্বর) জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা যুব বিভাগের উদ্যোগে এই র‍্যালি করা হয়। নিউমার্কেট সরকারি কলেজ গেট থেকে র‍্যালিটি শুরু হয়ে শান্তিমোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় ইন্দারা মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রব্বানী ও পৌরসভা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ।

বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু বকর বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকার যুবকদের ধ্বংস করার জন্য যাবতীয় আয়োজন করেছিল। অনৈতিক কাজে যুবকদের উদ্বুদ্ধ করা সহ সবার হাতে মাদক সহজলভ্য করেছিল। যে সকল যুবক ভাইয়েরা পথ হারিয়েছে তাদের সেই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।'

পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রব্বানী বলেন, 'ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। কিন্তু বিগত সরকারের আমলে যুবকদের দেশের উন্নয়নে কাজে লাগার সুযোগ দেওয়া হয়নি।'

'বর্তমান প্রশাসনিক ব্যক্তিদের কাছে আবেদন, যুবকদের বেকারত্ব দূরীকরণসহ তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পরিকল্পিতভাবে খেলার মাঠ তৈরি করে বিকেল বেলা খেলাধুলার সুযোগ করে দিতে হবে।'

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর