[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

সোনামসজিদ সীমান্তে ৮ কোটি টাকার মালামাল জব্দ

জাহিদুর রহমান

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১৯:৩৫

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ৪৩৭ কেজি রুপার প্রলেপ দেয়া অলংকার ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশী ট্রাকের মধ্যে চোরাকারবারী কর্তৃক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়াএর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পানামা পোর্ট এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে বাংলাদেশী একটি ট্রাক পানামা পোর্ট হতে সোনামসজিদ গমনের সময় বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশী করে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লকুায়িত অবস্থায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি উদ্ধার করে। যার ওজন প্রায় ১৯ মন, এবং আনুমানিক বাজার মূল্য ৮ কোটি টাকা।

এসময় ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভার মোঃ আব্দুস শুকুর (৪০) কে আটক করা হয়। সে সোনামসজিদ এলাকার বালিয়াদিঘী গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর