[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

গোমস্তাপুর পুনর্ভবা নদী থেকে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ২৩:২৩
আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২৩:১১

ছবিঃসংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পুনর্ভবা নদী থেকে মুদাসির আহম্মেদ (১৪) নামের ৭ম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোমস্তাপুর পুনর্ভবা নদী থেকে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পুনর্ভবা নদী থেকে মুদাসির আহম্মেদ (১৪) নামের ৭ম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) দুপুরে রহনপুর রেলস্টেশনের পাশ দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদীর উপর অবস্থিত রেলব্রিজের নীচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। 

সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর দরগাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং রাজশাহী মহানগরীর একটি মাদ্রাসার ছাত্র। রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাব উদ্দিন জানান,রাজশাহী মহানগরীর একটি মাদ্রাসার ৮ জন শিক্ষার্থী কমিউটার ট্রেন যোগে সকাল ১১টার দিকে রহনপুর আসে । ট্রেন থেকে নেমে তারা রেল স্টেশনের পার্শ্ববর্তী পুনর্ভবা নদীতে গোসল করতে নামে । এ সময় মুদাসির নদীর পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুড়ি দল প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পরে তার মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে ।

আলোকিত গৌড়/এফ.এ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর