[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রবিবার জামায়াতের সাথে দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল আজহার উদযাপন করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় পালিত হচ্ছে ঈদুল আজহা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ১৮:১১
আপডেট: ১৬ জুন ২০২৪ ১৮:০৬

চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় পালিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রবিবার জামায়াতের সাথে দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল আজহার উদযাপন করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।

সকাল সাড়ে ৭টার সময় ৭৬ বিঘি আম বাগানে ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক। শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকার মুসুল্লিরা সেখানে ১০০-২০০ জন নারী-পুরুষ ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন। বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ বছর ঈদের নামাজ আদায় করা হয়েছে । তবে গ্রামের সবাই করেছে বিষয়টি এমন নয়।

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তাফা জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে দেশের অনেক জায়গাতেই ঈদের নামাজ আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় কিছু মানুষ এবারও ইদের নামাজ আদায় করে নামাজ শেষে কুরবানি করেছেন মুসল্লিরা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর