alokitogour@gmail.com শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন

আসাদুল্লাহ

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ১৯:২৯
আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ২০:১১

"পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো" শ্লোগানে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮:৩০ মিনিট থেকে শুরু করে বেলা ১২ টা পর্যন্ত শহরের শহিদ সাটু অডিটোরিয়ামে শিশুকিশোর ও অভিভাবক সমাবেশে ফুলকুঁড়ি আসর চাঁপাইনবাবগঞ্জ শাখার পরিচালক খালিদ হাসানের ব্যবস্থাপনায়, শাখা সভাপতি তাজিমুল ইসলাম পান্না এর সভাপতিত্বে এবং চৌকস ফুলকুঁড়ি শা্ইখ আল মাহমুদ এবং জাবিদ মুন্তাসিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মো: তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক, বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর সাইফুল ইসলাম।

প্রধান আলোচকের বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, শিশুদের অর্থাৎ আমাদের নিজের কাজ নিজেকেই করতে হবে। আব্বু আম্মুকে সহযোগিতা করতে হবে এবং অভিভাবকরা যেন শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি সজাগ দৃষ্টি রাখেন এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম বলেন, আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠিত ছায়া সংসদে যেমন বিরোধী দল এবং সরকারি দল একসাথে হয়ে কাধে কাধ মিলিয়ে এই বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেন ভবিষ্যতে ফুলকুঁড়িরা সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, প্রত্যেক শিশু এবং কিশোররা এক একটি পাপড়ি যাদের হাত ধরে এই বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে। এছাড়াও তিনি মাদক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কৃষি শিল্প বিজ্ঞান সম্পাদক শরিফুল ইসলাম, আসরের ফাউন্ডেশন পরিচালক আজিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে ৯টি ক্যাটাগরিতে ৬৩টি পুরস্কার প্রদান করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর