[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে মটর শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ২৩:৩৩

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ড্রাইভার ও শ্রমিক সদস্যদের উপর হামলা এবং শারীরিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকবৃন্দ।

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় শ্রমিক ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, মটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ জুলমত গুটিকয়েক শ্রমিক নিয়ে সাধারণ সভার আয়োজন করে। শ্রমিক ইউনিয়নের অন্যতম বেশ কয়েকজন সদস্যসহ অন্যান্য সদস্যরা সেই সভার খবর পেয়ে সেখানে যোগদান করতে গেলে আয়োজকরা তাদের উপর হামলা করে।

সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের অন্যতম সদস্য (২নং সদস্য) মোজাম্মেল হক বীর বলেন, গতকাল (২৩ নভেম্বর) জেলা মটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সভার খবর জানতে পেরে আমিসহ মোশাররফ হোসেন মূসা সেখানে উপস্থিত হই। সেখানে সাধারণ সম্পাদককে জিজ্ঞেস করি, আমি সংগঠনের ২নং সদস্য হয়েও কি সভার বিষয়ে আমার জানার অধিকার নাই! একথা বলার পরেই আরেক জন আমার সাথে থাকা মূসার উপর হামলা করতে তেড়ে আসে। পরে আরোও যে শ্রমিকরা সভায় যোগ দেওয়ার জন্য আসছিল তাদের উপর সবাই মিলে হামলা চালায়।

আরেকজন সদস্য ফজলে রাব্বী বলেন, সভায় আমাদের ডাকা হয়নি, কিন্তু মটর শ্রমিক নয় এমন লোকদেরও সেখানে ডাকা হয়েছে। উনারা বিদ্রোহীভাবে আমাদের একক সংগঠনকে আলাদা করেছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, তাই আমরা সভায় যোগদানের জন্য সেখানে যায়। মটরশ্রমিক সংগঠনের সভায় যোগ দিতে গিয়ে যদি মটরশ্রমিকদেরই মারা হয়, তাহলে তারা কাদেরকে নিয়ে সংগঠন চালাবেন ! আমরা শ্রমিকরা সবাই একটা পরিবারের মতো।

সংবাদ সম্মেলনে শনিবার হামলায় আহত শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সাইদুর রহমান ও আনারুল ইসলাম আনার ।

হামলায় আহত মোশাররফ হোসেন মূসা সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে সদর মডেল থানার ওসি রইস উদ্দিন বলেন, কয়েকজন শ্রমিক থানায় এসে লিখিত অভিযোগ করেছেন। তবে তা মামলা হিসেবে এখনও গ্ৰহণ করা হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রউফ জুলমত জানান, এখানে যাদের সদস্য করা হয়েছে তাদের শ্রম অধিদপ্তরের নিয়ম মেনেই সদস্য করা হয়েছে। যারা সংবাদ সম্মেলন করেছে, সাধারণ সভায় তাদের কেউ মারধর করেনি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর