[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

স্কয়ার হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জাহিদুর রহমান

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১৬:২২
আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৯:১১

চাঁপাইনবাবগঞ্জের শিবতলায় অবস্থিত স্কয়ার হাসপাতালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে।

স্কয়ার হাসপাতালের পরিচালক স্ত্রী ও প্রসূতি রোগে অভিজ্ঞ ও সার্জন ডাক্তার শাহিদা ইসলাম তুলি, সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোঃ সাইফুল ইসলাম রনি, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাঃ শফিকুল ইসলাম, নাক-কান-গলা, থাইরয়েড ও হেড নেক বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাঃ আশফাক হোসেন সুইটসহ ১০জন চিকিৎসক সেখানে চিকিৎসা সেবা প্রদান করছেন।

সেখানে অন্যান্য চিকিৎসকদের মধ্যে আছেন, সার্জারিতে অভিজ্ঞ ডাক্তার মোঃ মশিউর রহমান (মানিক), হাড়-জোর চিকিৎসক ও সার্জন ডাক্তার মোহাঃ আলী ফজর (লাল), মেডিসিন ও নিউরামেডিসিন অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জামিরুল ইসলাম, ডায়াবেটিস, মেডিসিন ও কিডনি রোগ চিকিৎসক ডাক্তার মোঃ আলিম উর রহমান (সুদীপ্ত), ডায়াবেটিস, শিশু ও মেডিসিন চিকিৎসক ডাক্তার ইনজামাম উল হক এবং যৌন, চর্ম, ডায়াবেটিস ও মেডিসিন চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান (শাওন)।

স্কয়ার হাসপাতালের পরিচালক ডাক্তার শাহিদা ইসলাম তুলি বলেন, এই হাসপাতালের উদ্দোগে আমরা প্রতি বছর এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। আমরা যে চিকিৎসা প্রদান করছি তা সম্পুর্ণ ফ্রি। এমনকি সকল ধরনের পরিক্ষা নিরিক্ষায় ২৬% পর্যন্ত ছাড় দিচ্ছি আমরা। আমরা বিশেষ করে গরিবদের সহযোগিতার জন্য এই মেডিকেল ক্যাম্প করে থাকি। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৫০ জনের অধিক রোগী রেজিষ্ট্রেশন করে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরোও বলেন, রোগীদের সঠিক চিকিৎসা এবং সঠিকভাবে রোগ নির্ণয় করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। আমরা ২৪ ঘন্টা রোগীদের চিকিৎসা প্রদান করে থাকি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর