[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অব কমার্সের নির্বাচিত কর্মকর্তাদের ফলাফল ঘোষণা

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ২৩:৪২

চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অব কমার্সের নির্বাচিত কর্মকর্তাদের ফলাফল ঘোষণা করছেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু।

"দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি"-এর দ্বিবার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে নির্বাচিত কর্মকর্তাগণের ফলাফল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) তারিখে জেলার চেম্বার ভবনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাকারিয়া জাকা, সদস্য সচিব রফিকুল ইসলাম, সদর উপজেলার সভাপতি ওবায়েদ পাঠান এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মী।

 

অনুষ্ঠানে নির্বাচিত সভাপতি আবুল ওয়াহেদ বলেন, নির্বাচনী ইশতেহার মোতাবেক আমি এই প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে পরিচালনা করবো। এই নির্বাচনে আমরা যারা জয় লাভ করেছি এবং যারা পরাজিত হয়েছেন, তারা সবাই ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করবো।

 

তিনি আরোও বলেন, জেলায় ব্যবসায়ীদের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন নতুন ব্যবসায়ী তৈরি করে চাঁপাইনবাবগঞ্জকে একটি মডেল জেলায় রূপান্তর করবো।

 

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি আব্দুল ওয়াহেদ নির্বাচিত নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সাক্ষাতে তারা জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 

পরে সেনাবাহিনী ক্যাম্পে সেনা অফিসারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত নেতাকর্মীরা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর