[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ১০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ১৮:২৪
আপডেট: ১৬ জুন ২০২৪ ১৮:০৬

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ১০

আহতদের মধ্যে ৪ জনকে আশংকজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে আশংকজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের ২৫০ শয্য বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নির্মাণ শ্রমিকরা কুমিল্লা থেকে ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জ ঈদ করতে আসার পথে এমন দুর্ঘটনার শিকার হয়েছেন।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর মেলার মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাকযোগে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক ঈদের ছুটিতে বাড়ি আসার সময় চাঁপাইনবাবগঞ্জ -সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর মেলার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ট্রাক দুটির মাঝে আটকে যায়। এসময় অটোরিকশার কয়েকজন যাত্রীসহ ট্রাকে থাকা ১০ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার জানান, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং অন্যদের এখানেই চিকিৎসা প্রদান করা হচ্ছে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর