[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রাস্তার পাশের বাড়িগুলোর ব্যবহৃত ময়লা পানি নামছে ড্রেনে।

সড়কের বেহাল দশা: দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৪, ১০:৪২

সংগৃহিত ছবি

সড়কের বেহাল অবস্থার কারণে স্কুল ছাত্র- ছাত্রীসহ ব্যবসায়ী ও পথচারীরা দুর্ভোগে পড়ছেন। সড়কটি উঁচু করে স্থায়ী সংস্কার করতে প্রয়োজন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারঘরিয়া বাজার টিটিসি রোডের প্রায় ১০০ মিটার সড়কে থই থই করছে ড্রেনের ময়লা পানি। বাতাসে ভাসছে পানির দুর্গন্ধ।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির এমন বেহাল অবস্থা দীর্ঘদিনের। রাস্তার পাশের বাড়িগুলোর ব্যবহৃত ময়লা পানি নামছে ড্রেনে। কিন্তু ড্রেনের পানি নামার সুপরিকল্পিত কোন ব্যবস্থা নাই। যার ফলে বাসা বাড়ির ব্যবহৃত পানিগুলো এসে রাস্তায় জমছে। এতে দুর্ভোগে পড়ছেন এলাকার হাজারো মানুষ।

স্থানীয়দের দাবী, সড়কটি দ্রুত সংস্কার করে জলাবদ্ধতা নিরসন করা জরুরী। কয়েকটি পাড়া বা গ্রামের মূলকেন্দ্র হচ্ছে কালিতলা মোড়টি সেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা। একটু বৃষ্টি হলেই ড্রেন থেকে পানি এসে জলাশয়ের সৃষ্টি হয় সড়কে।

সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কটিতে পানি জমার কারণে রাস্তার ছোট ছোট খাদ গুলো বড় আকার ধারন করেছে। জলাবদ্ধতা থাকায় কিছু খাদের অবস্থান নির্ণয় করতেও পারেন না পথচারী ও চালকরা। যার ফলে সেই রাস্তায় যানবাহন চলাচল দিনদিন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।

চলাচলের সময় মোটরসাইকেল, বাইসাইকেলে চলাচলকৃত লোকদের গায়ে ছিটে পড়ছে সেই ময়লা পানি। এই এলাকার বাসিন্দারা বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে স্কুল ছাত্র- ছাত্রীসহ ব্যবসায়ী ও পথচারীরা দুর্ভোগে পড়ছেন। সড়কটি উঁচু করে স্থায়ী সংস্কার করতে প্রয়োজন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর