[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ভাসমান রেস্টুরেন্টের উদ্বোধন

জাহিদুর রহমান

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ২০:৪৪

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়ায় পার্কের নীচে মহানন্দা নদীর তীরে ভাসমান রেস্টুরেন্টের উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক মোঃ তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুল আলিম, রানীহাটি ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ রহমত আলী সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কৃষকদলের আহ্বায়ক মোঃ তসিকুল ইসলাম তসি বলেন, আমরা এরকম একটা পরিবেশ দেখার জন্য বিভিন্ন জায়গায় যায়। কিন্তু আমাদের বারোঘরিয়া পার্কেই এরকম একটা জায়গা পেয়ে যাচ্ছি। আমরা চাঁদাবাজি কখনই প্রশ্রয় দিইনি। এটা সকলের জন্য সম্ভব হয়েছে।

সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিম বলেন, আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো রিজিক হালাল হতে হবে। হালাল রিজিক ব্যবসার মাধ্যমেই হয়। আল্লাহ এই ব্যবসায় বরকত দান করুন।

উদ্বোধনের আগেই রেস্টুরেন্টটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে বেশ উচ্ছাস লক্ষ্য করা যায়। তাই উদ্বোধনের দিনই সেখানে স্থানীয়দের উপচেপড়া ভিড় দেখা যায়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর