[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

শিবগঞ্জে সীমান্তে চার বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ফতেহপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে চার বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ফতেপুর বিওপির ৫৩ বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিউনের সাহাপাড়া এলাকার নুহ নবী (৩৫), সুমন(৩০), এম(২৬) ও সুজন শেখ (২৭)। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর সোয়া ১২ টার দিকে সীমান্ত পিলার ১৩/১- এস এর কাছ দিয়ে ভারত থেকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের থামতে বলে। কিন্তু তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাদের ধাওয়া করে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গরু ও মাদক চোরাচালানের জন্য তারা আগের দিন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। তাদেরকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোঃ মনির-উজ- জামান বিষয়টি নিশ্চিত করেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর