বিশ্বরোড মোড় তামান্না হোটেলের পিছনে National Design & Construction (NDC) এর বহুতল ভবনের নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯.৩০ মিনিটে Green Park (1) নামে একটি বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে NDC গ্রুপের চেয়ারম্যান মো: ফরহাদ আহমেদ সায়িম এর সভাপতিত্বে এবং NDC গ্রুপের ডাইরেক্টর মো: নূরে আলম সিদ্দিকী আসাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও: আবুজার গিফারী।
NDC গ্রুপের চেয়ারম্যান ফরহাদ আহমেদ সায়িম বলেন, আমরা সরকারি নিয়ম মেনেই বহুতল ভবনের কার্যক্রম পরিচালনা করবো। এবং আশেপাশের মানুষজনের বা প্রতিবেশীদের কোন সমস্যা না হয় সেইদিকে লক্ষ্য রাখবো।
প্রধান অতিথির বক্তব্যে মাও আবুজার গিফারী বলেন, আমাদের পারিবারিকভাবে পর্দা পালনের অন্যতম মাধ্যম হচ্ছে বাসা বা বাড়ি, এই ভবনের মাধ্যমে আমাদের পারিবারিক ভাবে পর্দা লঙ্ঘন থেকে হেফাজত করে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NDC গ্রুপের ডাইরেক্টর মো: হামিদুর রহমান ও আইয়ুব আলি, এই সময় আরো উপস্থিত ছিলেন ট্রাক ও ট্রাংলড়ি সভাপতি মো: সাইদুর রহমান, সুজনের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আসলাম কবির, মো: কামাল উদ্দিনসহ প্রমূখ।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: