[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাহমুদুল তুষার

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৭

ছবি: আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে সকল শিক্ষক ও কর্মচারীদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় শহীদ সাটু (বিডি) হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো: আবু সালেহ জিয়াউল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও: আবুজার গিফারী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান উপদেষ্টা এ.কে.এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সমিতির উপদেষ্টা মো: রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.মোহা: এমরান হোসেন, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো: আব্দুল হাই কামাল সিদ্দিকী, শংকরবাটি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল খালেক, কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো: আমিনুল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপারিন্টেন্ডেন্ট, শিক্ষক ও কর্মচারীগন।

অনুষ্ঠানে অত্র সমিতির পক্ষ থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর দাবি সমূহ তুলে ধরেন মো: আবু সালেহ।

অনুষ্ঠানে আগামী ৪ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটি...

মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ড.মোহা: এমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাও: মো: আব্দুল হাই কামাল সিদ্দিকী, সহ-সভাপতি মাও: মো: আব্দুল খালেক, মাও: আব্দুর রউফ, মো: আবু সালেহ, সাধারণ সম্পাদক মাও: আবুজার গিফারী, সাংগঠনিক সম্পাদক মো: মুনিরুল ইসলাম, হিসাব রক্ষক মুহা. আব্দুল্লাহ আল মামুনসহ ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর