[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪, ২০:৪৫

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার সময় শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ও গোমস্তাপুর উপজেলার তেঁতুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর কালিনগর গ্রামের মো. মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে সাগর হোসেন (১৮) এবং গোমস্তাপুর উপজেলার খোদা বক্সের ছেলে বাবর আলী (২৮)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুপুর সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাসার বলেন, বাবর আলী নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে রহনপুরের দিকে যাচ্ছিলেন। তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন এই ভ্যানচালক।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর