[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ ফোরাম -ঢাকা'র প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২১

সংগৃহিত ছবি

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ বাসীর বৃহৎ সংগঠন চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা'র প্রীতি সমাবেশ শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের হলরুমে অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফোরাম -ঢাকা'র সভাপতি মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব লে. জে. (অব) ড. আমিনুল করীম রুমি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম উমার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও সাদিক কায়েম, রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ ফোরাম -ঢাকা'র সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক বায়েজিদ সরকার, শাহজালাল ইউনিভার্সিটির অধ্যাপক এ.কে.এম মাহবুবুল আলম, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ হেফজুল উলুম মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুজর গিফারী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ পরমাণু কমিশনের প্রধান বৈজ্ঞানিক ড. শফিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মোহাইমীন, অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব সাদিকুল ইসলাম স্বপন, প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক এডভোকেট মারুফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠিত সমাবেশে বক্তারা চাঁপাইনবাবগঞ্জ বাসীর পক্ষ থেকে জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি রাত্রীকালীন ট্রেন চালু এবং ইকোনমিক জোন করার দাবি জানান।

সমাবেশ শেষে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম -ঢাকা'র সভাপতি মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও সাদিক কায়েম "জুলাই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক উপহার এবং সম্মাননা স্মারক"- প্রদান করেন। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর