[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান

মাহমুদুল তুষার

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪

ছবিঃসংগ্রহীত

রবিবার (১৫ ডিসেম্বর) ফুলকুড়ি ইসলামিক একাডেমি স্কুলের অডিটোরিয়াম রুমে প্রায় ১০০জনকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) ফুলকুড়ি ইসলামিক একাডেমি স্কুলের অডিটোরিয়াম রুমে প্রায় ১০০জনকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো: নুরুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, উত্তরবঙ্গের মানুষ সবচাইতে বেশি কষ্টের মধ্যে আছে এবং এই অঞ্চলে শীত বেশী। কিন্তু এই অঞ্চলে বিগত সরকারের কোন আমলেই প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায়না। তিনি উত্তর অঞ্চলের মানুষের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সহযোগিতা দাবি করেন।

তিনি আরোও বলেন, অতীতে আমরা মানুষের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোক্তার হোসেন, সহ-সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল, যুব বিভাগের সভাপতি আবু তালেবসহ অন্যান্যরা।

আলোকিত গৌড়/এফ.এ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর