[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ১৫ নং ওয়ার্ডের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:০৩

ছবি- আলোকিত গৌড়

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ১৫ নং ওয়ার্ডে বিনামূল্যে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে মেডিক্যাল ক্যাম্প হতে স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে চিকিৎসা গ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মো: নজরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা আমির হাফেজ গোলাম রাব্বানীসহ আরও স্থানীয় নেতৃবৃন্দ।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. সামিউল হাসান এবং ডা. নাইমা আক্তার পাপিয়া। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবায় সহায়তার পাশাপাশি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর