[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতার বাড়ির দেয়ালে ‘জয় বাংলা’ লিখে গ্রেফতার আ.লীগ নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:৪২

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য হরুনুর রশীদের বাড়ির সামনে দেয়ালে জয় বাংলা লিখে তার ভিডিও করে সোসাল মাধ্যমে প্রচার করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুন্সি নজরুল ইসলাম সুজন।

রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে তিনি এ কাজ করেন। এনিয়ে সমালোচনা শুরু হয় নেটিজেনদের মাঝে।

পরে সোমবার (১৬ ডিসেম্বরে) ভোরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মো. রইস উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি দলীয় সাবেক এমপি হারুনুর রশীদের পাঠান পাড়ার বাড়ির সামনের দেয়ালে রঙ দিয়ে জয় বাংলা লিখেন মুন্সি নজরুল ইসলাম সুজন। তার লেখার সম্পপূর্ণ ভিডিও ধারণ করে সোশ্যাল মাধ্যমে ছাড়িয়ে দেন তিনি। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মুন্সি নজরুল ইসলাম সুজন পৌর এলাকার আরামবাগ মহল্লার মুন্সি ইব্রাহীমের ছেলে।

ওসি মো. রইস উদ্দিন বলেন, মুন্সি নজরুল ইসলামের বিরুদ্ধে সদর মডেল থানায় কয়েকটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর