[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ নামোশংকরবাটি স্কুলের প্রাক্তন ছাত্রদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৯
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২২:১২

ছবি- আলোকিত গৌড়

নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষর্থীবৃন্দ কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে বিদ্যালয়ের প্রাক্তন ব্যাচ ১৭ বনাম প্রাক্তন ব্যাচ ২০।

বুধবার (১৮ ডিসেম্বর) নিজস্ব বিদ্যালয় মাঠে বিকাল ৩:৩০ টায় অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ হাসানুল মবিন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আসলাম কবীর।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব মার্শাল, নেসকো চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ সেলিম রেজা , আল-আরাফ ট্যুরিজম সার্ভিসেস চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রোপাইটর জনাব আল মামুন আলী খানসহ স্থানীয় ফুটবল প্রেমীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুল মবিন বলেন, আজকের এই স্কুল চত্ত্বর নানা রকমভাবে শোষভিত হয়েছে। আমি মনে করি আমাদের এই স্কুলের শিক্ষার্থীরা আগামীদিনের এই স্কুলের হাল ধরবে।সকলের জন্য দোয়া করি যাতে করে এই খেলার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা নিজের ব্যাক্তিত্ত্ব এবং এই স্কুলকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারে।
শান্তিপূর্ণ ভাবে খেলার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর