কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেন। অভিভাবকরা স্বতঃস্ফূর্ত আগ্ৰহ নিয়ে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সন্তানের কেন্দ্রে নিয়ে আসেন।
অভিভাবকরা জানান, কিশোরকণ্ঠের আয়োজনে এমন প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম। এরকম বৃত্তি পরীক্ষার প্রচলন কমে যাওয়ায় এবার প্রচুর সাড়া জেগেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো কমে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্ৰহ কমে গেছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন উদ্যমে পড়ালেখা করার উৎসাহ পাচ্ছে। এরকম আয়োজন নিয়মিত হওয়া উচিত বলেও জানিয়েছেন অভিভাবকরা।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বলেন, এই প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে অভিভাবক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা যে সাড়া পেয়েছি, তাতে আমরা অনুপ্রাণিত হয়েছি। আগামীতে আমরা আরো বড় পরিসরে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজন করার পরিকল্পনা গ্ৰহণ করবো। এবাবের মতো আগামীতেও অভিভাবকরা আমাদের আয়োজনে সন্তানদের অংশগ্রহণ করাবেন এই প্রত্যাশা রাখি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: