চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে জোড়া খুনের ঘটনায় খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নাচোলের মল্লিকপুর বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খোলসী বাজার থেকে মল্লিকপুর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে মানববন্ধন করে নিহতের স্বজন ও খোলসীবাসী। সেখানে তার সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে খুনীদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে।
দীর্ঘসময় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে, স্থানীয়রা আগামী তিনদিনের মধ্যে আগামী গ্ৰেফতার করার দাবী জানাই।
উল্লেখ্য; ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে খুন হয় খোলসী গ্ৰামের দুইজন। একইসাথে আহত হয় আরোও চারজন। যাদের মধ্যে একজন এখনও চিকিৎসাধীন আছে।
সেই জোড়া খুনের ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্ৰেফতার করেছে পুলিশ। তবে স্থানীয়রা ৬জনের ছবিসহ নাম থানায় জমা দিয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদেরসহ সকল খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: