[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

যারা দেশের স্বাধীনতার একক মালিকানা দাবি করে তারাই এ দেশকে প্রতিবেশী দেশের কাছে বর্গা দিয়েছিলো : নুরুল ইসলাম বুলবুল

মাহমুদুল তুষার

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ২২:২৪

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের লড়াই-সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম।

স্বাধীনতার ৫৪ বছরে মাত্র এক-দুই টার্ম ছাড়া স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারা যায়নি। স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যে নির্দিষ্ট কয়েকটি পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিলো এবং সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিলো।

তিনি বলেন, যারা স্বাধীনতার একক মালিকানা দাবি করে তারাই একটি স্বাধীন দেশকে প্রতিবেশী দেশের কাছে বর্গা দিয়েছিলো। কোন সভা-সমাবেশ, মিছিল-মিটিং করা যায়নি, এমনকি মসজিদের ইমামগনও স্বাধীনভাবে কথা বলতে পারেনি। আমাদের দেশের সোনার ছেলেরা একমাস লড়াই সংগ্রামের মাধ্যমে পার্শ্ববর্তী দেশের কাছে বর্গা দেওয়া একটি দেশকে স্বাধীন করেছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই।

তিনি সুন্দর একটি দূর্ণীতিমুক্ত, শোষনমুক্ত, বৈষম্যহীন একটি দেশ গড়ে তুলতে চান বলে উল্লেখ করেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ১৪ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মাসউদ এর সভাপতিত্বে ও পৌর যুব বিভাগের সভাপতি আবু তালেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো: আবু বকর, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌরসভা নায়েবে আমির এডভোকেট শফিক এনায়েতুল্লাহ, ১৩ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: আব্দুল খালেক প্রমূখ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর