ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাঁপাইনবাবগঞ্জ জেলার শাখার অধীন বারঘরিয়া উপশাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রধান মুহাম্মদ আবু সাইদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনের প্রধান শফিউল আজম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বারঘরিয়া উপশাখার এফএভিপি ও ইনচার্জ জনাব হাসান আলী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মঈন উদ্দীন, দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রেসিডেন্ট মোঃ আব্দুল ওয়াহেদ, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামীয়া মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক হাফেজ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মতিন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জোন প্রধান শফিউল আলম বলেন, ১৯৮৩ সালে কিছু নেক মানুষের হাত ধরে পথচলা শুরু হয় ইসলামী ব্যাংকের। বর্তমানে দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ২৭.০২ শতাংশ ইসলামী ব্যাংক সংরক্ষণ করছে।
চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রধান মুহাম্মদ আবু সাইদ আব্দুল্লাহ বলেন, ৪২ বছরের পথচলায় ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শরী’আহ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আর্থিক পরিষেবা প্রদানের পাশাপাশি মানবকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার মাধ্যমে ইসলামী ব্যাংক গণমানুষের কাছে ইতিবাচক পরিচিতি লাভ করেছে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের শাখায় প্রদত্ত সকল সেবা উপশাখাগুলোতেও প্রদান করা হয়। তিনি বারঘরিয়া এলাকার জনগোষ্ঠীর চাহিদা ও গুরুত্ব বিবেচনা করে ইসলামী ব্যাংকের গুণগত ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: