চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষিপুর দেওয়ানপাড়া দারুস সালাম নূরানী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী-২৪ এবং ২০২৫ইং শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রদের নবীন বরন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে অত্র মাদরাসা প্রাঙ্গনে এই অনুষ্ঠান শুরু হয়।
অত্র মাদরাসার সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল কাদের- এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোখলেশুর রহমান বলেন, সবচায়তে শ্রেষ্ঠ সম্পদ হলো অভিভাকদের সন্তানেরা। শিক্ষক দের পেশাটি অনেক কঠিন। অবহেলার জন্য শিক্ষক পেশাটিকে অনেকে গ্রহন করছে না। কিন্তু শিক্ষকদের গুরুত্ব অনেক। একজন শিক্ষার্থীকে আলোর পথ দেখায় একজন শিক্ষক।
তিনি জ্ঞানের পরিধি সম্পর্কে বিভিন্ন কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে আব্দুল আলীম বলেন, এই মাদরাসাটি প্রতিষ্ঠিত হয় ৪৬ বছর আগে কিন্তু এই ৪৬ বছরে যে মান আসার কথা ছিলো তা আসে নাই। শিক্ষা মান উন্নয়ন এবং দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন আগামী বছর আরও বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি হবে, তাই অবকাঠামো উন্নয়নের দিকে সবাইকে নজর দেয়ার আহবান জানান। মাদরাসাটি দাখিল পর্যন্ত বর্ধিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা শেষে মেধা তালিকায় প্রতি ক্লাসের ১ম থেকে ৩য় স্থান অধিকারী এবং সেরা শিক্ষককে পুরস্কার প্রদান করেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসক এমদাদুল হক, অর্থী কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক আব্দুর রউফ মুকুল, প্রত্যাশা কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক সমির আলী, একরামুল হক, আলম বিশ্বাস, , জাকিউল আযম মাদ্রাসা কমিটির সদস্যসহ সম্মানিত অভিভাবক এবং শিক্ষক কর্মচারীবৃন্দ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: