[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জের দুর্ধর্ষ মাদক ব্যাবসায়ী রিতা গ্রেফতার

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫, ২১:৪০
আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ২১:০১

ছবিঃসংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুর্ধর্ষ মাদক ব্যাবসায়ী রিতাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২ টার দিকে রিতা বেগমের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুর্ধর্ষ মাদক ব্যাবসায়ী রিতাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২ টার দিকে রিতা বেগমের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোসা: রিতা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের মো: রবিউল শেখের মেয়ে।

সদর মডেল থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ জানতে পারে যে, বারোঘরিয়া কাজিপাড়া এলাকায় প্রকাশ্যে মাদকের বেচাকেনা চলছে। পরে সদর মডেল থানার এসআই এনামুল ও এএসআই সামিউর ইসলামের নেতৃত্বে কাজিপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়৷ এই সময় পুলিশ দেখে বাড়ির অনান্য মাদকব্যাবসায়ী রবিউল, শিরিন পালিয়ে যায় ও রিতা মাদক বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে এবং তার দেহ তল্লাশি করে ৫০ পুরিয়া তথা ২৫০ গ্রাম মাদক জব্দ করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে দীর্ঘ দিন যাবত মাদক ব্যাবসা করছেন একটি সংঘবদ্ধ চক্র। তার প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় এবং সেই সংঘবদ্ধ চক্রের মাদক ব্যাবসায়ী রিতাকে গ্রেফতার করা হয়েছে। পরে সদর থানায় মাদক আইনের ৩৬(১) ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া সংঘবদ্ধ চক্রের অনান্য মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান ওসি রইস উদ্দিন।

উল্লেখ, রিতা বেগমের পরিবার তথা তার পিতা ও মাতা রবিউল শেখ ও শিরিন বেগম বারোঘরিয়া কাজিপাড়া এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যাবসায়ী।

আলোকিত গৌড়/এফ.এ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর