বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার ২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১২ টার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কার্যালয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এই কমিটি গঠন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন ও সকলের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারী মনোনয়ন দেওয়া হয়।
উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মো: আব্দুল আজিজ সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং সদস্যদের পরামর্শে ইউসুফ আল গালিবকে সেক্রেটারী হিসেবে মনোনীত করা হয়।
এর আগে নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল আজিজ চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নবমনোনিত সেক্রেটারী ইউসুফ আল গালিব রাজশাহী মহানগর ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সমাবেশে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, কেন্দ্রীয় আইটি সম্পাদক ইফতেখার মুয়াজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর আমীর ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, একইসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ শহরের নতুন কমিটি গঠিত হয়। এসময় তিন শাখার সদ্য সাবেক সভাপতিবৃন্দও সমাবেশে উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: