ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত 'জাতীয় নাগরিক কমিটি'র চাঁপাইনবাবগঞ্জ রাইজিং শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৩ টায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ হল রুমে জুলাই- আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, সহ- মুখপাত্র তাহসিন রিয়াজ, মো: ইসমাইল হোসেন, বায়জিদ বোস্তামি, আরো উপস্থিত ছিলেন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, বিশিষ্ট আইনজীবী এ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক আব্দুর রাহিম, স্থানীয় শিক্ষকবৃন্দ, ছাত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা জুলাই বিপ্লবের কারণ, উদ্দেশ্য ও অর্জিত ফলাফলের বিষয়ে আলোচনা করেন। ২৪শের জুলাই অভ্যুত্থানের প্রেরণা মানুষের মধ্যে থেকে যেন হারিয়ে না যায় সে বিষয়ে সকলকে সজাগ থাকা এবং একইসাথে দেশের প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠের বিষয়ে জনমত গঠনের জন্য জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: