জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের পক্ষে জনমত তৈরিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের পরিচালক ও সহকারী শিক্ষক( ইংরেজি) ও কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাসান আলী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক রাহিম আলি, সদস্য সচিব সাব্বির আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: