বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ড যুব বিভাগ কতৃক আয়োজিত শহীদ স্মৃতি জুলাই বিপ্লব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকাল ৪ টায় চরমোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে লাহাপাড়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন বনাম স্কুল পাড়া প্রতিদ্বন্দ্বিতা করে লাহাপাড়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন জয়লাভ করে। টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ১২ নং ওয়ার্ড সভাপতি আনসার আলি'র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মো: মোখলেসুর রহমান, পৌরসভা আমির হাফেজ গোলাম রাব্বানী, সহকারি সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল, যুব বিভাগের সভাপতি আবু তালেবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, ৫ ই আগস্টের বিজয় লাভের পর একটি সুন্দর ও বসবাসযোগ্য দেশ তৈরিতে তরুণ এবং যুবকদের ভূমিকা পালন করতে হবে। দেশের যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং মাদক, সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা দরকার।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: