'শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাচোল উপজেলা ফতেপুর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৩.৩০ টায় শালালপুর বাজারে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন শালালপুর ইউনিয়ন সভাপতি মো: আলি হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মো: কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাচোল উপজেলা শাখার উপদেষ্টা মো: ইয়াকুব আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সাইদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাচোল উপজেলা সভাপতি মো: হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো: কামাল উদ্দিন বলেন, শ্রমিকের অধিকার আদায়ের জন্য এবং দক্ষ শ্রমিক গড়ে তোলার লক্ষ্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে শ্রমিকদের অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে ফতেপুর ইউনিয়ন শাখার নতুন সভাপতি মো: হাসান আলিকে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান মো: হাবিবুর রহমান। ফতেপুর ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো: আসাদুল্লাহ'কে মনোনীত করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: