বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা ফতেপুর ইউনিয়নের উদ্যোগে গরীব, অসহায় ও দরিদ্রের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬.০০ টায় ফতেপুর ইউনিয়ন জামায়াতের অফিস কক্ষে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামী ফতেপুর ইউনিয়ন আমির মো: আহসান হাবিবের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাচোল উপজেলা আমির মাও: ইয়াকুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে মাও: ইয়াকুব আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থেকেছে। সুখে-দুঃখে মানুষের পাশে সবসময় ছিলো এখনো থাকবে। আমরা মানুষের কল্যানে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য গরীব, অসহায় ও দরিদ্রের মোট ৫২ জনের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: