[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

আজহারীর পরবর্তী মাহফিল ১৮ জানুয়ারি রংপুরে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:২৬

ফাইল ছবি

আগামীকাল শনিবার রংপুরে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করবেন জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী। ইসলামিক সোসাইটি লালমনিরহাট-এর উদ্যোগে আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলে সবাইকে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এই আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল থাকছি— লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যানে, ইসলামিক সোসাইটি লালমনিরহাট-এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

এর আগে চট্টগ্রাম, খুলনা, যশোর ও সিলেট বিভাগের তাফসিরুল কোরআন মাহফিল শেষ করেছেন এই ইসলামিক বক্তা। এসব মাহফিলে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। মিজানুর রহমান আজহারীর মাহফিলে যোগ দিতে এক দিন আগে থেকেই মাহফিল প্রাঙ্গণে আসতে থাকে মানুষ। প্রত্যেকটি মাহফিলে লাখ লাখ মানুষের উপস্থিতি সামলাতে হিমশিম পোহাতে হয়েছে আয়োজক কমিটিকে। এমনকি সর্বশেষ সিলেট মাহফিলে হট্টগোলের এক পর্যায়ে তিনি বক্তব্য সংক্ষিপ্ত করে শেষ করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর