[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাকসু নিয়ে মতবিনিময় সভা বর্জন ছাত্রদলের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:৪৩

সংগৃহিত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের লক্ষ্যে গঠিত পরিবেশ পরিষদের ডাকা ক্রিয়াশীল ছাত্র ছাত্রসংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে সভাস্থলে উপস্থিত হয়ে তারা সভা বর্জন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি জানান নেতাকর্মীরা।

দাবিগুলো হলো জাকসুর তফসিল ঘোষণার আগে জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার নিশ্চিত করা, প্রশাসন সম্পূর্ণরূপে সংস্কার করা, ফ্যাসিবাদ মুক্ত প্রশাসনে অধীনে জাকসু করা এবং ছাত্রশিবিরের রাজনৈতিক সুরাহা না হওয়া পর্যন্ত জাকসুতে অংশগ্রহণ না করা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাকসু নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারেনি। বিভিন্ন বিভাগ থেকে ছাত্র প্রতিনিধি চাওয়া হয়েছে। সেটা কিসের ভিত্তিতে করা হয়েছে আমার জানা নেই। ফ্যাসিবাদের দোসর ও ১৫-১৭ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার ছাড়া জাকসু নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে না।

এর আগে, বিকেল ৩টায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করে পরিবেশ পরিষদ। সেখানে পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জাকসুর বাস্তবায়নের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।

দীর্ঘ ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এজন্য গত ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে প্রশাসন। পরে ১১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা, ২১ জানুয়ারি পরিবেশ পরিষদ ও ২৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। রোডম্যাপ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর