[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রাজশাহী স্টেশনে ভাঙচুর, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:২৪

সংগৃহিত ছবি

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালের দিকে কিছু যাত্রী ট্রেন ছাড়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন রেল স্টেশনে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এসময় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনের চেয়ার ও টিটিইর কক্ষে ভাঙচুর করেন। যাত্রীরা তাদের টিকিটের টাকা ফেরত নিতে এখনও স্টেশনে অপেক্ষা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেল স্টেশনে সেনাবাহিনী এবং পুলিশের বিপুল পরিমাণ সদস্যকে মোতায়েন করা হয়েছে।

 

সারাদেশের মতো বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের ডাকে মধ্য রাত থেকে শুরু হওয়া ধর্মঘট চলছে পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীতেও। সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রাজশাহী থেকে চারটি ট্রেন ও চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেনও ছেড়ে যায়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা, সিল্কসিটি, মধুমতি এক্সপ্রেস সহ খুলনা ও চীলাহাটি গামী ট্রেনগুলোর জন্য প্রতিদিনের মতো আজও ছিলো টিকেট কাটা যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে টিকিট কেটেও গন্তব্যে যেতে না পারায় রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালান ক্ষুব্ধ যাত্রীরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর