পুনর্বহালের দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেয়।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের পদযাত্রাটি সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে, শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। বর্তমানে তারা রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি আলোচনার জন্য ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন।
সচিবালয়ে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন— এএসআই সাইফুল, কনস্টেবল সাদ্দাম, মহিদুল এস আই মামুন, সিরাজুল হক ও শাজাহান সাজু।
তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত সদস্যদের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছেন তারা। অন্তবর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দাবি করেন তারা।
এ সময় সাবেক পুলিশ সদস্যরা জানান, বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: