দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা হরতাল কর্মসূচির প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বানেশ্বর পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক দিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বানেশ্বর ট্রাফিক মোড়ে এসে পথ সভায় মিলিত হয়।
এ সময় তারা স্লোগান দেন, জালো জালো আগুন জালো, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশেন, মা মাটি ডাকছে তারেক রহমান আসছে। তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা দেখে যা রাজপথে তোর বাপেরা, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, অবৈধ হরতাল মানিনা মানবো না।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন- পুঠিয়া যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আল আমিন, বিএনপি নেতা মিঠুন মোল্লা, পুঠিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান সোহেল, বিড়ালদহ ফাজিল মাদ্রাসার সাবেক ভিপি আহসান হাবীব, বানেশ্বর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা বিপ্লব সরদার, রায়হান আলী, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী হাসান সজীব, বানেশ্বর ১ নং ওয়ার্ড বিএনপি'র সহ সাধারণ সম্পাদক আব্বাস আলী, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: