[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

শহীদ দিবস উপলক্ষে রাবিতে শিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১৯:১১
আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৯:০৩

ছবি- আলোকিত গৌড়

শহীদ দিবস উপলক্ষে ১১ই মার্চ (মঙ্গলবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে এক আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিকাল ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মুজাহিদ ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম এবং অন্যান্য স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ১১ই মার্চ শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের কুরবানির মহিমা তুলে ধরেন। বক্তারা ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারের গুরুত্ব এবং ইসলামের সুমহান আদর্শ অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ইসলামের পথে চলার আহ্বান জানানো হয়।

এছাড়া, অনুষ্ঠানে কুরআন বিতরণ করা হয়, যা উপস্থিত সবাইকে ইসলামী শিক্ষা ও মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর