[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রাজশাহী রেলস্টেশনে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১৯:২৫
আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৯:০৩

সংগৃহীত ছবি

রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিট এলাকায় ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

স্টেশনমাস্টার আবুল কালাম আজাদ জানান, বাংলাবান্ধা এক্সপ্রেস ওয়াশপিট থেকে স্টেশনের দিকে যাচ্ছিল, অন্যদিকে ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাত্রা করছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যার কারণে ধূমকেতু এক্সপ্রেস বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দেয়, যার ফলে বাংলাবান্ধা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় বিকট শব্দ শোনা যায়। পরে দেখা যায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রী না থাকায় কেউ আহত হয়নি। দুর্ঘটনার পর রেলওয়ের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। 

রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল আলম জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কারণ দুটি ট্রেনেই কোনো যাত্রী ছিল না। বাংলাবান্ধা এক্সপ্রেস ওয়াশপিট স্টেশনে ফিরছিল, আর ধূমকেতু এক্সপ্রেস ওয়াশপিটের দিকে যাচ্ছিল। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনার কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত কমিটি গঠন করা হবে, যা ঘটনার সঠিক কারণ জানতে সাহায্য করবে। ইতিমধ্যে ঈশ্বরদীতে খবর দেওয়া হয়েছে এবং সেখান থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। 

ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর