নিজেদের দাবি আদায়ে ও সহযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকাল চারটায় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন কোটা বিরোধী আন্দোলনকারীরা।
নিউজ ডেস্ক: নিজেদের দাবি আদায়ে ও সহযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকাল চারটায় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন কোটা বিরোধী আন্দোলনকারীরা।
আজ বৃহস্পতিবার রাত ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
নাহিদ ইসলাম বলেন, এক দফা দাবিতে ও সারা দেশে আজকের হামলার প্রতিবাদ জানিয়ে আগামীকাল ৪টায় সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। আমাদের এখানে দলমত-নির্বিশেষে সকলেই রয়েছেন। এ সময় সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার নিন্দা জানান নাহিদ ইসলাম।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সরকারের লোকজন হাইকোর্টের ওপর আমাদের আস্থা রাখতে বলেছেন, আমরা আস্থা রেখেছি। এখন আদালত আপনাদের দায়িত্ব দিয়েছে, আশা করি আপনারা দায়িত্ব পালন করবেন।’
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: