লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজন ইউনিয়নের শেখ সুন্দর গোনাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ গত প্রায় ১০ বছর ধরে রমজান মাসে সাইকেলে মাইক বেঁধে গ্রামে গ্রামে ঘুরে সবাইকে সেহরির জন্য ডেকে তোলেন।
তার মাইকিং শুনে সেহরি খেতে উঠেন চার গ্রামের মানুষ। শুধু সেহরি নয়, এলাকার কেউ মারা গেলে তিনি মাইকিং করে সবাইকে জানিয়ে দেন তিনি। তবে এসব কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেন না।
স্থানীয়রা জানান, আব্দুল্লাহ রমজান মাসে রাত জেগে প্রতিদিন সেহরির সময় মাইকিং করেন। দীর্ঘদিন ধরে তিনি এই কাজ করেন, যা সত্যিই প্রশংসনীয়। তাদের মতে, তার মাইকিং করার কারণে তারা সময়মতো সেহরি করতে পারেন।
এ বিষয়ে আব্দুল্লাহ বলেন, আমি পারিশ্রমিকের জন্য এ কাজ করি না। নিজের ভালো লাগা, আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের জন্যই এই কাজ করি। ২০১৫ সাল থেকে রমজানের সেহরির সময় মাইকিং করি। গত প্রায় ১০ বছর ধরে কোনোদিন মাইকিং বাদ দেননি বলে জানান তিনি।
আব্দুল্লাহর এই কাজ তাকে এলাকায় সুপরিচিত করে তুলেছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: