২৪ ঘণ্টায় ২৪৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া কার্যালয়।
রাজশাহীতে এক দিনের বৃষ্টিপাতে বিগত ১০ বছরের রেকর্ড ছাড়িয়েছে। শহরের রাস্তাঘাট জলমগ্ন হয়ে জনদুর্ভোগ বেড়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ২৪৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া কার্যালয়।
গত বুধবার দুপুর ১টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।
এমতাবস্থায় মাধ্যমিক বিদ্যালয়গুলোর নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে এই দুর্ভোগের মধ্যে নগরের পাড়া-মহল্লায় লোকজন জাল নিয়ে মাছ ধরার উৎসবে মেতে উঠেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত রাজশাহীতে একটানা বৃষ্টি হয়েছে। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে নগরের রাস্তাঘাটের পাশাপাশি অনেক পুকুরও ভেসে গেছে। নগরের টিকাপাড়া গোরস্থানের সামনের রাস্তায় হাঁটুপানি দেখা গেছে। এ সড়কে এলাকাবাসী জাল নিয়ে মাছ ধরার উৎসবে মেতে উঠেছেন।
অনেক ঘরবাড়িতে পানি উঠে গেছে নগরের বোসপাড়া এলাকায়। ওই এলাকার গৃহবধূ জুলেখা বেগম জানান, তার বাড়িতে পানি উঠেছে। পানির সঙ্গে মাছও ভেসে এসেছে। তার ছেলে বাড়িতে আধা কেজির মাগুর মাছ ধরেছে।
আবার মহিষবাথান, বর্ণালী মোড় এলাকায় প্রধান সড়কটিতে হাঁটুসমান পানি জমেছে। বর্ণালী মোড় থেকে সাহেববাজারের দিকে নেমে যাওয়া রাস্তাটিতে আরোও বেশি পানি জমতে দেখা গেছে। বর্ণালী মোড় থেকে পূর্বে কাদিরগঞ্জ হয়ে দড়িখড়বোনা-রেলগেট সড়কেও একইভাবে পানি জমেছে।
নগরের উপশহর, ভদ্রাসহ মূল শহরের বাইরের এলাকাগুলোয়ও পানি জমে গেছে। এ এলাকায় একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষজন। রাস্তাঘাটে যানবাহন দেখা যায় কম। লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে ঘোষপাড়া মোড় পর্যন্ত হাসপাতালের সামনের রাস্তা ডুবে গেছে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: