[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ওমরাহ পালনকালে কাবার চত্বর থেকে ফিলিস্তিনের জন্য অশ্রুসিক্ত দোয়া করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫, ২১:২৬

ফাইল ছবি

সপরিবারে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব অবস্থান করছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। আগামী ১০ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে পবিত্র কাবার চত্বর থেকে ফেসবুক লাইভে এসে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য হৃদয়বিদারক দোয়া করেন তিনি। এ সময় তার কণ্ঠে ছিল অশ্রুর আবেগ।

ড. মাসুদ বলেন, ‘প্রিয় ফিলিস্তিন, প্রিয় গাজা। আমার ভাই ও বোনেরা, কাবার মালিকের কাছে দোয়া করছি—যেভাবে হস্তিওয়ালাদের দমন করা হয়েছিল, সেভাবে যেন আল্লাহ ফিলিস্তিনিদের হেফাজত করেন।’

তিনি বলেন, “আমরা কাবার চত্বরে থাকলেও আমাদের হৃদয় ফিলিস্তিনের সঙ্গে। আমরা আসবো, আমরা গাজি হবো, শহীদের কাতারে থাকবো। ফিলিস্তিন হেরে গেলে হেরে যাবে গোটা পৃথিবী।”

তিনি মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘তোমাদের বিজয়ের মধ্য দিয়েই মুসলিম উম্মাহর নতুন সূচনা হবে ইনশাআল্লাহ। আজ উম্মাহর একত্র হওয়া খুবই জরুরি। না হলে কেয়ামতের দিনে আল্লাহর কাছে কী জবাব দেবো?’

নিজের পরিবারের প্রসঙ্গে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার নিজের পরিবারের কথা বলতে মন চায় না। কাবার মালিকের কাছে শুধু বলি—যেভাবে হস্তিওয়ালাদের ধ্বংস করেছিলেন, সামুদ জাতিকে শেষ করেছিলেন, তেমনি ইসরাইল ও নেতানিয়াহুর মতো নরপিশাচদের ধ্বংস করে দিন। আমিন।’

উল্লেখ্য, ড. শফিকুল ইসলাম মাসুদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি পটুয়াখালী-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর