টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (সা.) নিয়ে কটুক্তিমূলক ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।
রবিবার (৬ এপ্রিল) সকালে এ ঘটনার সূত্রপাত হলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত অখিল চন্দ্র মন্ডলের উপর হামলা চালায়।
সরেজমিনে জানা যায়, দেলদুয়ার দক্ষিণ বাজারে অবস্থিত একটি স্বর্ণের দোকানে কর্মরত অখিল চন্দ্র মন্ডল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করেন। বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়।
বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে অখিল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হন এবং একপর্যায়ে তাকে আক্রমণ করা হয়। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাব্বির আহমেদ সাধারণ জনগণের উদ্দেশ্যে ধৈর্যের আহ্বান জানিয়ে বলেন, “আমি ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আপনাদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। আমরা আশ্বস্ত করছি—ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ঘটনাটি যথাযথভাবে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে প্রশাসনের আশ্বাসে সম্পূর্ণ আশ্বস্ত না হয়ে স্থানীয় জনতা দিনভর বিভিন্ন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। তারা অভিযুক্ত অখিল চন্দ্র মন্ডলের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করে স্লোগান দেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: