[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫, ১৩:১২

সংগৃহিত ছবি

গাজায় চলমান ইসরায়েলি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (৭ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচিসমূহ হলো—
* ৭ এপ্রিল: “Global Strike For Gaza” কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান, এবং অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান।
* ৮ এপ্রিল: সকল মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
* ৯ এপ্রিল: ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে “Solidarity With Palestine” পালন।
* ১০ এপ্রিল: পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দূতাবাসে স্মারকলিপি প্রদান।
* ১১ এপ্রিল: জেলা পর্যায়ে “Mass Movement” কর্মসূচি পালন।
* ৭-১৩ এপ্রিল: “Echoes for Gaza” শিরোনামে অনলাইন ক্যাম্পেইন চালানো।

গাজায় চালানো ইসরায়েলি হামলাকে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে ছাত্রশিবিরের নেতারা বলেন, “এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে ছাত্রসমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর