সিলেট ও দেশের বিভিন্ন শহরে সাম্প্রতিক সময়ে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার ‘Head of the government’ নামক সামাজিকমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই নির্দেশনার কথা জানান তিনি।
আইজিপি বলেন, “আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে। পুলিশের একাধিক দল ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।” তিনি আরও যোগ করেন, “সরকার কোনো শান্তিপূর্ণ বা আইনি প্রতিবাদে বাধা দেয় না। তবে প্রতিবাদের আড়ালে অপরাধ—বিশেষ করে সহিংসতা বা ভাঙচুর—আমরা কোনোভাবেই সহ্য করব না।”
এ প্রসঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (BIDA) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “এমন একটি সময় যখন বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে উপস্থাপন করতে আমরা একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছি, তখন দেশের কিছু এলাকায় এমন শোচনীয় দৃষ্টান্ত দেখা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
তিনি আরও বলেন, “ভাঙচুরের শিকার এসব ব্যবসার মধ্যে অনেকগুলো স্থানীয় উদ্যোক্তার মালিকানাধীন, আবার কিছু বিদেশি বিনিয়োগকারীও রয়েছেন, যারা বাংলাদেশে আস্থা রেখে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিলেন। যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা আসলে চাকরি সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার শত্রু।”
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: