[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলার দায়ে এক নারী কারাগারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫, ১৯:২৫

সংগৃহিত ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলার যুবলীগ কর্মী মামুন হাওলাদারের স্ত্রী সুমাইয়া আক্তার রিমিকে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করার অভিযোগে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আমিনুল ইসলাম এ রায় দেন।

২০২২ সালে রিমি নলছিটি থানায় কুলকাঠি ইউনিয়নের কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধার (৭০) বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পুলিশ মিন্টুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে পরবর্তীতে তিনি জামিন পান। তবে তদন্তে পুলিশ মামলাটি মিথ্যা প্রমাণ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। 

আদালত পুলিশের প্রতিবেদন যাচাই করে রিমিকে মিথ্যা মামলা দায়েরের দায়ে শাস্তি হিসেবে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

রিমি নলছিটি পৌরসভার অনুরাগ এলাকার বাসিন্দা এবং জাকির হোসেনের মেয়ে। তার স্বামী মামুন হাওলাদার স্থানীয় যুবলীগের কর্মী। 

এই সিদ্ধান্তের পর এলাকায় আলোচনা শুরু হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর