[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ১৯:০৪

সংগৃহিত ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল, ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে।

তিনটি ইউনিটের পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় দুই লাখ আটত্রিশ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে পাঁচটি বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি:

১২ এপ্রিল: ‘বি’ ইউনিট (এক শিফট: সকাল ১১টা – ১২টা)

১৯ এপ্রিল: ‘এ’ ইউনিট (দুই শিফট: সকাল ১১টা – ১২টা, দুপুর ২:৩০ – ৩:৩০)

২৬ এপ্রিল: ‘সি’ ইউনিট (দুই শিফট)

ভর্তি কেন্দ্র অনুযায়ী পরীক্ষার্থীর সংখ্যা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়: ৭২,০৩৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮২,৭৪১ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ১০,০০০ জন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলে: ৩৫,৬৩০ জন

খুলনা বিশ্ববিদ্যালয়: ২৩,০১৮ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ১৩,৯৯১ জন৫৯টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে মোট ৪,৩২৩টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটে বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন থাকবে।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় ঠেকাতে কাজ করবে আইসিটি সেন্টার, প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তিচ্ছু ও অভিভাবকদের প্রতারণা ও ভুয়া আশ্বাস থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জালিয়াত চক্র শনাক্ত করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

 

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর