ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ উপলক্ষে প্রস্তুত করা শোভাযাত্রার ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার’ মোটিফ পুড়ে গেছে। শনিবার ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, রাত আনুমানিক সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ঘটনাটি ঘটে। তিনি বলেন, “পুলিশ ও প্রক্টরিয়াল মোবাইল টিম চারুকলায় দায়িত্বে ছিল। মোবাইল টিম ফজরের নামাজ পড়তে গেলে এই সুযোগে আগুন লাগিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে।”
তবে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট’ মোটিফটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা পরিদর্শনে আসেন।
এদিকে, শিক্ষার্থীদের একাংশ অভিযোগ করেছেন, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রক্টরিয়াল প্রশাসন জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: