[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

শাবিপ্রবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি শুরু ১৫ এপ্রিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১৭:২৩

ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি কার্যক্রম শুরু হবে মঙ্গলবার, ১৫ এপ্রিল থেকে। ভর্তি চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

ভর্তির সময়সূচি:

১৫ ও ১৬ এপ্রিল: ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি

১৭ এপ্রিল: ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি

ভর্তি কার্যক্রমটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:

ভর্তি ও সাবজেক্ট নির্বাচনের জন্য শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) সঙ্গে আনতে হবে।

ভর্তির জন্য ১৪,৯০০ টাকা (পুননির্ধারিত) ফি সঙ্গে আনতে হবে।

রক্তের গ্রুপের প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।

মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট নির্বাচন হবে।

একাধিক ইউনিটে ভর্তি সুযোগপ্রাপ্তদের ক্ষেত্রে এক ইউনিটে ভর্তি সম্পন্ন হলে, অন্য ইউনিটে শুধু সাবজেক্ট পরিবর্তন হবে—পুনরায় ভর্তি ফি দিতে হবে না।

অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সদস্য সচিব, ভর্তি কমিটি, বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর